বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। প্রায় সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে। এ জন্য বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি অক্ষয় কুমারকে নিয়ে বলা এক মন্তব্য বেশ ভাইরাল হয় কঙ্গনার।
কঙ্গনা জানান, কিং খান শাহরুখের সঙ্গে জিরো সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।
‘আপ কি আদালত’-এর একটি পর্বে হাজির ছিলেন কঙ্গনা। সেখানে ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন আলাপে প্রকাশ করেন অজানা সব তথ্য। সেখানেই অভিনেত্রী বলেন, “সালমান খান আমাকে ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, শাহরুখ ‘জিরো’তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
কঙ্গনা আরও জানান যে, ‘কুইন’ হিট না হওয়া পর্যন্ত তিনি ইন্ডাস্ট্রিতে কোনও কাজ পাননি। অভিনেত্রী বলেন, ‘২০০৬ সালে, যখন আমি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগ্রাম করছিলাম, তখন কেউ আমাকে কিছু প্রস্তাব দেয়নি।
বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’র প্রচারণায় ব্যস্ত কঙ্গনা। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এমনকি কঙ্গনার এই সিনেমা নিষিদ্ধ করার ডাক দিয়েছে শিখ সম্প্রদায়। খুনের হুমকিও পেয়েছেন অভিনেত্রী। তবে আপাতত সিনেমার মুক্তিতেই নজর রাখছেন কঙ্গনা। ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এটি। এতে মুল ভূমিকায় অভিনয়ে করেছেন কঙ্গনা। এছাড়াও অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরীকে দেখা যাবে সিনেমাটিতে।