আর জি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।
এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন।
তিনি জানান, কখনো এ রকম অভিজ্ঞতার মুখোমুখি হননি।
রাইমা বলেন, ‘নারীদের সুরক্ষায় কঠোর আইন জরুরি। ভারতে হ্যাশট্যাগ মিটু আন্দোলন হয়েছে বটে। কিন্তু কার্যকরী কিছুই হয়নি।