প্রথম সিনেমা দিয়েই নিজের জাত চিনিয়েছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও। নির্মাতাদের কাছেও চাহিদা বেড়েছে তার।
‘নীলচক্র’ পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।
‘নীলচক্র’ প্রসঙ্গে মন্দিরা বলেন, “প্রথম সিনেমার সফলতার পর দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘নীলচক্র’ এখন আর মুক্তি পাচ্ছে না। সত্যি কথা বলতে, আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।
নীলচক্র সিনেমায় একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। যিনি দেখতে খুবই সুন্দর। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।