ঘটনাটা গত বছরের। অমর একুশে বইমেলায় চলচ্চিত্র নায়িকা জাহারা মিতুর একটি কবিতার বই প্রকাশ হয়। বইয়ের নাম ‘প্রেমিকার নাম কবিতা’। মেলা চলাকালীন ২০ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিষয়টি নিয়ে পরিবর্তিত সময়ে আলোচনা শুরু হয়েছে। কারণ এরই মধ্যে ওবায়দুল কাদেরসহ পুরো সরকার পদত্যাগ করেছে।
বিষয়টি নিয়ে আজ কালের কণ্ঠ’র সঙ্গে কথা হয় জাহারা মিতুর।
তিনি চটকদার ক্যাপশন দিয়ে নিউজ করা প্রসঙ্গে বলেন, ‘সত্যি বলতে উনি বলার পরই আমার বই প্রকাশ করার বিষয়টা মাথায় ভালোমতো ঢুকেছিল। তাই এই বিষয়ে অনুপ্ররণা দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। চটকদার ক্যাপশন দিয়ে নিউজ করা তো নতুন কিছু নয়। এটা চলবেই এবং তা নিয়েও আমার আপত্তি নেই। আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’
জাহারা মিতু বলেন, ‘যারা এখন বিভিন্ন কথা বলছেন তারাও একসময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছেন। আবার নতুন সরকার হলে তখনো চাইবেন। এটা মানুষের স্বভাব, তাই এ ক্ষেত্রে ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না। পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি। অতীতেও এসবে চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকব।’