ঈদে দেশে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা তুফান আজ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ সিনেমা সংশ্লিষ্টরা।
সিনেমাটির মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরজুড়ে সাঁটানো হয়েছে তুফানের বিলবোর্ড।
শুক্রবার দুপুরে প্রজেনজিৎ এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান..অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
এদিকে গতকাল কলকাতার সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘আমাদের বাংলা ছবিকে ভালবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছেন। কলকাতায় এখন মূলধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে। কিন্তু মূলধারার ছবি ছাড়া বক্সঅফিসে ব্যবসা করা সম্ভব নয়।
বিশ্ব মাতাচ্ছে শাকিব খানের ছবি 'তুফান'। যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড গড়ছে। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফী পরিচালিত 'তুফান'।
শাকিব খানের সঙ্গে এই ছবি চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলছে, পশ্চিমবঙ্গে মুক্তির পর তুফান ইন্ডিয়াজুড়ে হিন্দি ডাবিং করে মুক্তি দিতে চান।