হলিউড অভিনেতা উইল স্মিথ আবারও ফিরলেন সংগীত ভুবনে। নিজের নতুন একক গান প্রকাশ্যে আনলেন স্মিথ। চারবারের গ্র্যামিজয়ী র্যাপার এবং অভিনেতা ২০১৭ সালের তার ইডিএম ট্র্যাক ‘গেট লিট’-এর পর একক সংগীত থেকে বিরতিতে ছিলেন।
শুক্রবার (২৮ জুন) স্মিথ ‘ইউ ক্যান মেক ইট’ শিরোনামের গানটি প্রকাশ করেন।
ক্যানিয়ে ওয়েস্টের সানডে সার্ভিস সমর্থিত এবং ফ্রাইডের সহায়তায় একক এই গানে স্মিথকে তার র্যাপ জগতে ফিরে পাবে শ্রোতারা।
উইল স্মিথ জানিয়েছেন, বেট অ্যাওয়ার্ডে ৩০ জুন (রবিবার) নতুন গানটি লাইভ পারফর্ম করবেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে বেট কতৃপক্ষ ঘোষণা করেছে যে তারকায় ঠাসা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্মিথ।
উইল স্মিথ তাঁর সর্বশেষ সিনেমা ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ব্যাড বয়েজ রাইড অউর ডাই’-এর বক্স অফিস সফলতার পর পুনরায় নিজের সংগীতের ভুবনে ফিরে এলেন যা স্মিথ ভক্তদের জন্য বেশ সুসংবাদই বটে।