জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান বেশ কিছুদিন ধরেই অসুস্থ। এর আগে জানা গিয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছেন হিনা খান। রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছেন হিনা, এমনটাই শোনা যায় তখন। হাসপাতালের বিছানায় শুয়েই অনুরাগীদের কাছে তার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন হিনা।
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, হিনা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। অনুরাগীরাদের মাঝেই এই গুঞ্জন চলছিল।
অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে লেখেন, গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব।
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং সোনালি বেন্দ্রেওে আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ক্যান্সারে। রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে। এবার ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান এই মরণব্যাধির কবলে। হিনা খানের এই খবরটি প্রকাশ্যে আসার পরই নিজেদের দুঃখ ভরাক্রান্ত অনুভূতি প্রকাশ করছেন ভক্ত অনুরাগীরা।