কোরবানির ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী এবং সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না করেন অভিনেত্রী তারিন।
রান্না করার সময় তারিন বলে বসেন, আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস। তারপরই তিনি শুধরে নেন।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গজুড়ে। হিন্দু ধর্মে বিশ্বাসী সুদীপা গরুর মাংস রান্না করেছেন এবং খেয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এখানেই শেষ নয়।
এ প্রসঙ্গে সুদীপা বলেন, ‘আমার বাচ্চার জন্য ভয় লাগছে। তারা বলছে বাড়ি থেকে বের হলে জ্বালিয়ে দেবে।