অবশেষে সমস্ত জল্পনার অবসান। অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও হিট সিরিজ ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেক তারকা অভিনীত এই শো’টি এই মাসে প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।
‘পঞ্চায়েত ৩’-এর নির্মাতারা বৃহস্পতিবার (২ মে) ঘোষণা করেছেন যে, ওয়েব সিরিজটি ২৮ মে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। এই তথ্য শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা সবাই সমস্ত লাউ সরিয়ে দিয়েছেন। আমরা আপনাদের পুরস্কার আনলক করছি। ২৮ মে থেকে প্রাইমে পঞ্চায়েত সিজন ৩।
‘পঞ্চায়েত ৩’-এর মুক্তির তারিখ শেয়ার করে প্রাইম ভিডিও ইনস্টাগ্রামে লিখেছে, ‘আমরা জানি এই অপেক্ষা অসহনীয়।
ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ছিল ভক্ত-অনুরাগীরা। ‘পঞ্চায়েত ৩’-এর ফার্স্ট লুক গত বছরের ৯ ডিসেম্বর উন্মোচন করা হয়েছিল।
২০২২ সালে পঞ্চায়েত-এর দ্বিতীয় সিজন মুক্তির পরেই গোয়ায় ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ওয়েব সিরিজের (ওটিটি) পুরস্কার জিতে ইতিহাস তৈরি করে এটি। এই অসাধারণ জয় ভারতের স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও বড় করে তুলেছে। ওটিটিতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ১৫টি ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ৩২টি পুরস্কার, ১০টি ভাষায় সকলের মনজয় করেছে সিরিজটি।