তেমন কোনো বড় তারকা নেই। নেই কোনো অ্যাকশন, শরীর কাঁপানো মিউজিক। সিম্পল একটা গল্প, যা বাস্তব জীবন থেকে নেওয়া। আর পরিচালকের অপূর্ব নির্মাণ।

 
ব্যস, বছর শেষে বলিউডের সুন্দরতম বিনোদন প্যাকেজ ‘টুয়েলভথ ফেইল।’ সম্প্রতি সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তৈরি করেছেন বিক্রান্ত ম্যাসি অভিনীতি চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেইল।’ সবার মুখে মুখে সিনেমারিট প্রশংসা। এবার ‘টুয়েলভথ ফেইল’-এর প্রশংসা শোনা গেল বলিউডের ঠোটকাটা খ্যাত কঙ্গনা রানাওয়াতের মুখেও।
 

 

নিয়মিত আলোচনা-সমালোচনায় থাকা অভ্যাসে পরিণত হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। দেশ-বিদেশের নিত্যনতুন একাধিক বিষয়ে মন্তব্য শোনা যায় তার মুখে। আর সেসব করে প্রায়ই পড়েন তুমুল বিতর্কে। তবে এবার ভাল কাজের প্রশংসা করলেন অভিনেত্রী।

 
অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেইল’ সিনেমার জন্য তাদের প্রশংসায় ভাসিয়েছেন কঙ্গনা। 

 

ইনস্টাগ্রামে অভিনেত্রী বিক্রান্তকে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে তুলনা করেছেন। যদিও ২০২১ সালে কঙ্গনা বিক্রান্তকে ‘তেলাপোকা’ বলে উল্লেখ করেছিলেন যখন তিনি তাঁর বন্ধু ইয়ামি গৌতমকে ‘রাধে মা’ বলে ডেকেছিলেন। তবে এবার বিক্রান্তের অভিনয়ে মুগ্ধ কঙ্গনা। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে, কঙ্গনা রানাওয়াত বিক্রান্তকে প্রয়াত অভিনেতা ইরফানের সাথে তুলনা করেছেন এবং তাকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন।

 
সিনোমাটি দেখার পর তাঁর আবেগপূর্ণ অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘কী দুর্দান্ত ফিল্ম! আমি একটি প্রত্যন্ত গ্রামের অন্তর্গত হিন্দি মাধ্যম থেকে এসেছি এবং আমার স্কুলের সময়কালে রিজার্ভেশন ছাড়াই এন্ট্রি পরীক্ষার জন্য একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমি গোটা সিনেমাজুড়ে কেঁদেছি। উফ! কখনও ফ্লাইটে এত কাঁদিনি। আমার সহ -যাত্রীরা আমার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে ছিল। আমি বিব্রত হয়েছিলাম।’

 

কঙ্গনা আরো লিখেছেন, ‘বিধু স্যার আবার আমার মন জয় করেছেন, বিক্রান্ত ম্যাসি অসাধারণ! তাঁর আগামী বছরগুলিতে তিনি হয়তো ইরফান খান সাহেবের রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে পারেন। তোমার (বিক্রান্ত) প্রতিভাকে কূর্ণিশ জানাই।’

গত বছর মুক্তি পাওয়া বলিউডের চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম আলোচনায় উঠে আসে। বছরের শেষদিকে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকদের মনও জয় করে নিয়েছে। ২০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছে ৬৬ কোটি রুপি। ওটিটিতে মুক্তির পর দর্শকদের মুখে মুখে এখন  ‘টুয়েলভথ ফেইল’-এর প্রশংসা।