তিথি বসুকে মনে আছে? ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মধ্যে দিয়ে একটা সময় যিনি মন জয় করেছিলেন সকলের। তবে এখন আর তিনি ছোট্টটা নেই। সদ্য ২৩ বছর পূর্ণ করেছেন তিথি। আর ২৩তম জন্মদিনেই একরাশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন তিথি। সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করতেই তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী। যে ছবি তিনি দিয়েছিলেন তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার। যা দেখেই তাকে একহাত নিয়েছেন নেটিজেনরা।
একটা সময় খ্যাতির শীর্ষে ছিলেন তিথি। কিন্তু এর পরের জীবনটা মোটেও ভালভাবে যায়নি তাঁর। তা নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার তখন ১৫।
বর্তমনে পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। তবে নিজের ইনস্টাগ্রাম, রিলস, ভিডিও নিয়েই ব্যস্ত তিনি। ভক্তদের সংস্পর্শেই থাকছেন সামাজিক মাধ্যমে। তবে অভিনেত্রীকে ফের পর্দায় দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।