কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গা ও বাংলাদেশিসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া করাচি গ্রামের নুরুল কবিরের দুই ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গহিন পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। বাকি সদস্যরা পাহাড়ে পালিয়ে যান।

 

ওসি আরও জানান, অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। মুক্তিপণ আদায়ের জন্য অপহৃতদের ১৬-১৭ দিন পাহাড়ে আটকে রাখা হয়েছিল।