রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত  ও বরিশাল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ বাইসাইকেল বিতরণ করে। ২৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রিপন কুমার সাহা উপজেলার ৮ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ ( চৌকিদার ও দফাদার) সদস্যের কাছে এ বাইসাইকেল হস্তান্তর করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। উপজেলা ও থানা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা প্রত্যন্ত  গ্রামে গ্রামে  দ্রুত পৌঁছে দিতে পারবে। মূলত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে ও নাগরিকদের সেবা  প্রদান সহজতর করতে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পেয়ে খুশি হলেও এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।