ফরহাদ খান, নড়াইল
নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় নূরন্নবী (৪৫) নামে আরো এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৭০ জন আসামির মধ্যে এ পর্যন্ত মোট ৫জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত নূরন্নবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজ চৌকিদারের ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালান। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছৈন।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের বির্তকিত রাজনৈতিক নেত্রী নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখে-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসে রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও সে পোস্ট মুছেনি রাহুল।
শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে প্রতিবাদ জানান। কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত : আরো এক আসামি গ্রেফতার
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৬ এএম



সারাদেশ রিলেটেড নিউজ

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো

ময়মনসিংহ-সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

কুমার নদ নিয়ে প্রেসসচিবের স্মৃতিচারণা

ডা. মুরাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার

বৈশাখের রঙে রঙিন সারা দেশ

সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ

কক্সবাজারে ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসিসহ ৫ রেস্তোরাঁয় ভাঙচুর