সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের দুর্নীতি এবং অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম  নিশ্চিত করেছেন।

 

সম্প্রতি গণমাধ্যমে সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমার তথ্য প্রকাশ পায়। এতে বলা হয়, নাঈমুল ইসলাম খানের একাধিক ব্যাংক হিসাব থেকে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে ৬ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।

 

দুদকে আসা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব ১৬৩টি। তারা এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। বর্তমানে হিসাবগুলোতে ৬ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।

এছাড়া নাঈমুল ইসলাম খানের পরিবারের চার সদস্য ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডগুলো দিয়ে ২৮ লাখ টাকার বেশি লেনদেন করেছেন।

নাঈমুল ইসলাম খান বিদেশে অর্থপাচার করেছেন বলে সন্দেহ করছেন দুদক কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

দীর্ঘ প্রায় চার দশক সাংবাদিকতায় জড়িত নাঈমুল ইসলাম খান। তিনি দেশের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।