গতকাল মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কিত ওই পোস্টে মোদি ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মন্তব্য করেন।
মোদির এমন মন্তব্যের পর গতকালই তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবার এ প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী যেকথা বলেছেন, সেটি তার কথা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
বিগ্রেডিয়ার সাখাওয়াত বলেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ।
এর আগে গতকাল নিজের ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।