ভারতের রাজনৈতিক দল কংগ্রেস বুধবার বাংলাদেশে সংখ্যালঘুদের ‘অনিরাপত্তার’ কথা উল্লেখ করে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পিটিআইয়ের বরাত দিয়ে ডেকাল হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দলটির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এদিন এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে, ভারতের সরকার বাংলাদেশের সরকারের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের একটি আদালত মঙ্গলবার চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর তার অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন আইনজীবী নিহত হন। এর এক দিন আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।
ভারত মঙ্গলবার চিন্ময়ের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করে এবং প্রতিবেশী দেশের কর্তৃপক্ষকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
অন্যদিকে হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে বলেছে, বিজেপির নেতারা বাংলাদেশ সরকারকে হুঁশিয়রি দিয়ে চলেছেন। শুভেন্দু অধিকারী পেট্রপোল সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন।
তবে সেই ভিডিও ক্লিপটি তৃণমূল কংগ্রেস তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে পরে তা ডিলিটও করে দেয়। সেই পোস্টে তৃণমূল লিখেছিল, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করলেন।