ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বিষয়ে আমার মনে হয়, বাইরেরও হয়ত কিছু ইন্ধন আছে। দেশে দুয়েকটি দল এবং যাদের আমরা বের করে দিয়েছি, তাদেরও ইন্ধন থাকতে পারে।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি সবকিছুকে ইন্ধন বলতে চাচ্ছি না।
তিনি বলেন, ‘ভুয়া মামলায় যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি।
কলেজগুলোতে সংঘাত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি মনে করি একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশ বিষয়ে ঢাকায় আমরা এরইমধ্যে বলেছি, ছাত্র ভলান্টিয়ার যারা করছে, আমাদের পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করে অবসরে গেছেন তারা, সেনাবাহিনী থেকে যারা অবসরে গেছে, অন্যান্য বাহিনী থেকেও যারা গেছে তাদের দিয়ে আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা-ভাবনা করছি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘৬, ৭ ও ৮ আগস্টের পরের অবস্থা থেকে এখন উন্নতি হয়নি? আমার হাতে এমন কিছু নেই যে, আমি বলব আর হয়ে যাবে।