আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে শহীদদের প্রতি প্রতারণা করা হবে মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তা হবে গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কি না, এ নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।