টেকসই উন্নয়নে শুধু জিডিপি নির্ভর না হয়ে পরিবেশবান্ধব প্রকল্পে ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের বিকল্প নেই।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের ‘ব্লুম ইনটু দ্যা ফিউচার’ থিম নিয়ে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২০ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
 

রিজওয়ানা হাসান বলেন, ‘উন্নয়ন হতে হবে টেকসই এবং সবুজ নির্ভর।

আমাদের দেশে এই ধরনের টেকসই বিনিয়োগ যতটা না হয় তার চেয়ে বেশি শিল্প বিনিয়োগে গুরুত্ব দেওয়া হয়। যেমন জাহাজ ভাঙা শিল্প প্রতিবছরই বড় হচ্ছে। কিন্তু এটি সবুজ শিল্পে রূপান্তরিত করা অসম্ভব। এটি একটি নদী ও সমুদ্র দূষণকারী শিল্প।

 

তিনি বলেন, ‘ব্যাংকগুলো সাধারণত দূষণকারী শিল্পে বিনিয়োগ করে থাকে। যেগুলো প্রতিনিয়ত পরিবেশ এবং নদীকে দূষিত করে। এগুলোই আমাদের দেশে উন্নয়নের মাপকাঠি হিসেবে ধরা হয়।’ 
 

দেশে সবুজ শিল্পায়ন বৃদ্ধিতে দূষণকারী শিল্পে বিনিয়োগ না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধি উন্নয়নের বিরুদ্ধে।

উন্নয়নের একমাত্র সূচক জিডিপি প্রবৃদ্ধি নয়। এজন্য আমাদের ধারনায় এবং নীতিগত পরিবর্তন আনা দরকার। যেখানে থাকবে টেকসই উন্নয়ন এবং খুশি।’