ঢাকা : ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। প্রায় চার ঘণ্টা ধরে সেটি রানওয়তে আটকে ছিলো। যাতে যাত্রী ছিলো ১৮৫ জন। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু নিরাপত্তার অজুহাতে কোনো যাত্রীকে উড়োজাহাজ থেকে নামতে দেয়া হয়নি। 

প্রায় চার ঘন্টা পর কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। কলকাতার স্থানীয় সময় রাত ৮ টা ৩৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৯৬ ফ্লাইটি উড্ডয়নের কথা ছিলো। এর কিছুক্ষণ আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে একবার ত্রুটি সারানোর পর আবার সমস্যা দেখা দেয়। এ কারণে দীর্ঘ সময়ে যাত্রীরা উড়োজাহাজে আটকে থাকেন। 

উড়োজাহাজটির যাত্রী শওকত হোসেন জানান, প্রায় সাড়ে তিন ঘন্টা পর ত্রু টি মেরামত হলেও জ্বালানি নিয়ে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে জানায় ফ্লাইটির দায়িত্বরত কর্মকর্তারা। পরে আরও আধাঘন্টা পর বিমানটি উড্ডয়ন করে। এই দীর্ঘ সময় এসি চালু না থাকায় শিশুসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন। বাংলাদেশ সময় সোমবার রাত পৌণে দুইটার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে।