ঢাকা: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। আজ রবিবার দুপুরে এইচএসসি ও সমমান-২০২৩ পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সারা দেশের শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রকাশিত ফল থেকে জানা যায়, এ বছর জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
এদিকে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ৮৩ হাজার ৬৮৭ কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে। পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার যা ছিল ৮৫ দশমিক ৯৫।
ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫, সিলেট বোর্ডের ৭৩ দশমিক ০৭, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮।