শ্রম অধিকার পরিস্থিতি ও শ্রম খাতের অগ্রগতি দেখতে আগামী ১২ নভেম্বর ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এমন এক সময় ইইউ দলটি সফরে আসছে যখন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ সফর নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। চলতি বছরের মাঝামাঝি এই সফর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ৫ দিনের সফরে দলটি শ্রম আইন সংশোধনপরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনে শ্রম অধিকার নিয়ে আলোচনা করবেন।
প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবে।