ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিসহ জি২০-এর সদস্য ও অতিথি দেশগুলোর ঐতিহ্য তুলে ধরে সাজানো হয়েছে নয়াদিল্লির ভারত মণ্ডপ। আগামী শনি ও রবিবার এখানেই বসবে জি২০ শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন জি২০-এর সদস্য দেশগুলো ছাড়াও আমন্ত্রিত অতিথি রাষ্ট্রগুলোর সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তাঁরা ওই প্রদর্শনী দেখবেন।

 

নয়াদিল্লির এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, জি২০ সম্মেলনের ভেন্যু ভারত মণ্ডপ সাজানো হয়েছে সাংস্কৃতিক করিডরে। সেখানে আবক্ষ মূর্তি, ভাস্কর্য ও বিভিন্ন নিদর্শন যেমন রাখা হয়েছে, তেমনি ভার্চুয়াল প্রদর্শনীরও ব্যবস্থা রাখা হয়েছে।

সংস্কৃত ব্যাকরণ বিষয়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দীর গ্রন্থ পাণিনির অষ্টাধ্যায়ীর পৃষ্ঠা থেকে শুরু করে ১২১৫ সালে যুক্তরাজ্যের ম্যাগনা কার্টা; যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ থেকে চীনের ফাহুয়া-ঢাকনাযুক্ত বয়াম, ফ্রান্সের ল্যুভে প্রদর্শিত মোনালিসা থেকে জার্মানির গুটেনবার্গ বাইবেল—২৯ দেশের আইকনিক নিদর্শন ও শিল্পকর্মের প্রদর্শনী চলবে জি২০-এর ভেন্যুতে। এটি সম্মেলনস্থলে একটি শৈল্পিক পটভূমি রচনা করেছে।

 

প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন, ভারতের হিমালয় ও গঙ্গা এবং রাশিয়ার বৈকাল হ্রদ প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে ভারতীয় ঐতিহ্য কুম্ভমেলা, বৈদিক জপ, যোগব্যায়াম, ভীমবেটকা গুহার চিত্রকর্ম।

প্রদর্শনীতে ২৬টি ইন্টার‌্যাক্টিভ প্যানেলের মাধ্যমে ভারতে গণতন্ত্রের ইতিহাস দেখা যাবে। দর্শকরা ইংরেজি, জাপানি, কোরিয়ান, চীনা, জার্মান, ফরাসি, রাশিয়ান, হিন্দি, বাংলাসহ ১৬টি বিভিন্ন ভাষায় প্রদর্শনীর বিষয়বস্তু পড়তে এবং অডিও শুনতে পারেন।

 

হলের মাঝখানে একটি উঁচু মঞ্চে সিন্ধু সরস্বতী সভ্যতার একটি মেয়ের প্রতিরূপ ভাস্কর্য সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তার অবতার অতিথিদের অভ্যর্থনা জানাবে এবং প্রদর্শনীর সংক্ষিপ্ত বিবরণ দেবে।