ঢাকা: বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আদালতের প্রতিও অনুরোধ জানান।
২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনার ১৮তম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচির আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে সোচ্চার হলেও ‘অপারেশন সার্চলাইট’ ও ১৯৭৫-এর হত্যাযজ্ঞ নিয়ে কেন সোচ্চার না? জঙ্গিবাদের উত্থান হয়েছে ২০০১-০৫ সালে।