ঢাকা:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারত। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মনু ভার্মা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকায় ভারতীয় হাইকমিশন ফেসবুক বার্তায় জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা পন্ত বলেন, ভারতের ভবিষ্যৎ ও এর নিরাপত্তা  বাংলাদেশের সঙ্গে যুক্ত।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করতে পারেনি।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।

জনগণ কট্টরপন্থাকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য দেশের তুলনায় কার্যত বাংলাদেশি শান্তিরক্ষীরা বেশি অবদান রাখছে। 

 

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, বর্তমানে বাংলাদেশের আর্থ-সামাজিক সূচকগুলো পাকিস্তানের চেয়ে ভালো এবং কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে ভালো।

একটি সমৃদ্ধ বাংলাদেশের এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বপ্ন বঙ্গবন্ধুই দেখেছিলেন।

 

আলোচনার শুরুতে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বঞ্চিত ও দরিদ্রদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগের কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর এই সংগ্রাম ও আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি মডেল হয়ে আছে।