ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) বেলা দেড়টায় সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।
সুপ্রিম কোর্টের কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন সিইসি ও একজন কমিশনার।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান তাদের প্রধান বিচারপতির অফিসকক্ষে নিয়ে যান।
যাওয়ার সময় সাংবাদিকদের সিইসি আউয়াল বলেন, ‘আমরা মাননীয় প্রধান বিচারপতির হাতে শপথ নিয়েছি। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। সহকারী জজ থেকে জেলা জজ পর্যন্ত।
২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন।