ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা। তারা আজ রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাহারা খাতুনের ভাতিজা আনিসুর রহমান ও সাবেক ছাত্রনেতা বিএম জাহিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা সাহারা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তারা সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন।

নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন।

 

পরে আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, সাহারা খাতুন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন। জেল, জুলুম, নির্যাতন সয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনীতিতে তিনি অনুকরণীয় আদর্শ।