ঢাকা: দেশে গত এক দিনে আরো ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ৩৭১ হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ১১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।
গত এক দিনে করোনা শনাক্ত রোগীদের মধ্যে ১০১ জনই ঢাকার, চট্টগ্রাম ও সিলেটে দুজন করে। এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ও নোয়াখালীতে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জন।
অন্যদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৭১ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কমে হয়েছে এক হাজার ৩৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৬০৯ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।