NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও

পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই তিন দিনের মধ্যে আরব আমিরাতে শুরু হবে পিএসএলের বাকি আট ম্যাচের খেলা।

সেই লক্ষ্যে আজ শুক্রবারের কোনো এক সময় পিএসএলের ক্রিকেটার, কোচিং-স্টাফদের বিশেষ বিমানে আরব আমিরাতে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা এবং দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাহরুজ হাসান প্রত্যয়ও সেই বহরে থাকবেন বলে জানা গেছে।

তাসফিক পলক শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় রাওয়ালপিন্ডি থেকে মুঠোফোনে  জানান, তাদেরকে মানসিক ও লজিস্টিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ হয়তো বিশেষ বিমানে তারা সবাই (পিএসএলের সব ভিনদেশি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ ও দুই বাংলাদেশি সাংবাদিক) বিশেষ ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে আকাশে উড়াল দেবেন।

 

 

 

পলক বলেন, ‘পিসিবি থেকে আমাদের জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইট যাত্রার কয়েক ঘণ্টা আগে আমাদের জানিয়ে দেওয়া হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ধারণা, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা থেকে রাত ১০টা নাগাদ বিশেষ বিমান রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।’