NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত

পেহেলগাম হামলার জেরে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের ওপর আক্রমণ-পাল্টা আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভারত ড্রোন হামলা চালানোয় নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি ও লাহোর থেকে বাকি ম্যাচ করাচিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোর, গুজরানওয়ালা এবং রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে একটি হামলা রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় সংঘটিত হয়, যার কারণে বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

 

পেশোয়ার জালমি শিবিরে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে। দুজনই নিরাপদে আছেন বলে জানা গেছে।

তবে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে পিসিবি পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অথবা কাতারে স্থানান্তরের কথা ভাবছে। এ বিষয়ে বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক ভেন্যুর লজিস্টিক সুবিধা মূল্যায়ন করছে।

 

প্রথমে রাওয়ালপিন্ডি পরবর্তী ধাপের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত ছিল। দলগুলো ইতিমধ্যে পিন্ডি স্টেডিয়ামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বর্তমান সংকটজনিত কারণে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও পুনর্বিবেচনা চলছে। যদি নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না ঘটে, তবে বিদেশি ভেন্যুতে সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে যাতে খেলা নিরাপদে অনুষ্ঠিত হতে পারে।